নিখোঁজ ফাতেমাকে ১দিন পর পানি থেকে 'জীবিত' উদ্ধার

, জাতীয়

সিলেট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-30 04:14:14

 

সিলেট: নিখোঁজের ১দিন পর সিলেটে পানি থেকে এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

১৮ জুন সোমবার বিকেল ৪টার দিকে স্থানীয়রা মিরাপাড়া এভারগ্রীণ আবাসিক এলাকার পূর্ব পাশে পানি থেকে ফাতেমাকে উদ্ধার করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কিশোরীর নাম ফাতেমা আক্তার মিলি (১৭)। সে এবার সিলেট নগরীর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ হয়েছে।

ফাতেমা নগরীর মিরাপাড়া এভারগ্রীণ আবাসিক এলাকার মৃত বাবুল মিয়ার মেয়ে।

রোববার ১৭ জুন বিকেল ৫টার দিকে মিরাপাড়া এভারগ্রীণ আবাসিক এলাকার পূর্ব পাশে ফাতেমাসহ ৪জন বান্ধবী মিলে নৌকাভ্রমণে যায়। সেখানে হঠাৎ নৌকা উল্টে সবাই ডুবে যায়।

বাকি তিনজন পাড়ে উঠতে পারলেও ফাতেমা উঠতে পারেনি। পরে একদিন পর অর্থাৎ সোমবার বিকেল চারটার দিকে এভারগ্রীণ আবাসিক এলাকার পানির পাশ থেকে লাশ মনে করে তাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালের আনার পর জানা যায় ফাতেমা জীবিত।

মিরপাড়া এভারগীণ আবাসিক এলাকার পূর্ব দিকে বৃষ্টি হলে পানি জমে নালা মতো তৈরি। সেখানে ঈদের দিন বলে নৌকা নিয়ে অনেক ঘুরতে আসে। ফাতেমা ও তার বান্ধবীরাও ঘুরতে বের হয়েছিলো।  

এ সম্পর্কিত আরও খবর