ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজের কাছে পুলিশের ঘিরে রাখা রহস্যজনক লাগেজ থেকে হাত-পা ও মাথাবিহীন একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) সকাল ৯ টায় পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা লাগেজটি খুলে এক পুরুষের মরদেহের দেহাবশেষ উদ্ধার করে।
পুলিশ জানায়, রোববার (২০ অক্টোবর) সকাল ১১টা থেকে সারাদিন পাটগুদাম ব্রিজের কাছে একটি লাল রংয়ের লাগেজ পড়ে থাকতে দেখেন ট্রাফিক পুলিশের এক সদস্য। পরে তার সন্দেহ হলে বিষয়টি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে রাত ৮টা থেকে এলাকাটি ঘিরে রাখে।
খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, র্যাব ১৪'র অধিনায়ক লে. কর্নেল এফতেখার উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে রাতভর লাগেজটি ঘিরে রাখে পুলিশ। সকালে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে লাগেজ খুললে তার ভিতর মরদেহটি দেখতে পায়।
জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বলেন, এটি একটি ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড। দেহাংশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয় ও দেহের অন্য অংশগুলো উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান জেলা পুলিশের শীর্ষ এ কর্মকর্তা।