কোনো সৎ কাজ, সৎ ভাবনা কখনও বৃথা যায় না। তার পুরস্কার হাতে উঠবেই একদিন না একদিন। সন্তানদের শাসনেও বিশ্বাসী নন। বরং উৎসাহ ও অনুপ্রেরণায় সফলতা আসে বেশি। জীবনে বড় মানুষ হতে হলে সত্য চিন্তা নিয়ে এগোতে হয়। এমন ধারণাই লালন করেন তিনি। এই দেশের দামাল ছেলেরাই একদিন দেশটাকে হীরার বাংলাদেশে রুপান্তর করবে, আশা তার। কী এমন ম্যাজিক জানেন সুফি মিজান!
প্রথম পর্ব এখানে-
একশো টাকা থেকে বিলিয়নিয়ার, রহস্য কী? (১ম পর্ব)
দ্বিতীয় পর্ব এখানে-
সাফল্যের মূলে বাবার অনুপ্রেরণা ও স্ত্রীর ভালোবাসা (২য় পর্ব)