জিকে শামীম ও খালেদের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-20 00:42:35

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে যুবলীগের সাবেক নেতা জিকে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে এ মামলা দায়ের করা হয় বলে বার্তাটোয়েন্টিফোর.কম-কে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য।

তিনি জানান, খালেদ মাহমুদ ভূঁইয়ার নামে পাঁচ কোটি ৫৮ লাখ টাকা এবং জিকে শামীমের বিরুদ্ধে ২৯৭ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ টাকা বা সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, ক্যাসিনো কাণ্ডে গত ১৮ সেপ্টেম্বর খালেদকে তাদের নিজ নিজ বাসা থেকে এছাড়া ২০ সেপ্টেম্বর দুপুরে শামীমকে তার কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: ক্যাসিনো কেলেঙ্কারি: জিকে শামীম ও খালেদ কারাগারে

গণপূর্তের সেই ২ প্রকৌশলীর ব্যাংক হিসাব তলব

'র‌্যাব সদরদফতর' প্রকল্পের কাজও জি কে শামীমের হাতে!

এ সম্পর্কিত আরও খবর