চট্টগ্রামের হাটহাজারীতে বহুল আলোচিত রঞ্জন চৌধুরীর হত্যা মামলার ঘটনায় ৬ জনকে সাজা দিয়েছেন আদালত। এর মধ্যে ৪ জনকে ফাঁসি ও দুইজনকে যাবজ্জীবনের সাজা শোনান আদালত।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই রায় ঘোষণা করা হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আইয়ুব খান জানিয়েছেন, ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুল হালিম এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড সাজা পাওয়া আসামিরা হলেন, ফুরকান,ইমরান, মহসিন ও আবদুল কাদের। আব্দুল মোনাফ ও শাহাদাৎ হোসেনকে যাবজ্জীবন দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি থেকে জানা গেছে, সাজা পাওয়া আসামিদের মধ্যে আব্দুল মোনাফ শুধু আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা সবাই পলাতক।
উল্লেখ্য, ২০০৮ সালের ৮মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের আসাদনগর এলাকা থেকে রঞ্জনকে তুলে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার স্ত্রী স্মৃতি রাণী চন্দ একটি হত্যা মামলা দায়ের করেন।