সিলেটে ৬০০ চকলেট বোমাসহ যুবক আটক

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-31 12:04:53

সিলেটে ৬০০টি চকলেট বোমাসহ এক যুবককে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। আটক যুবকের নাম জিয়া আহমদ (৪০)।

বুধবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে সিলেট নগরের মেন্দিবাগ থেকে তাকে আটক করা হয়।
আটক জিয়া মোগলাবাজারের কিশানপুর গ্রামের মন্তাজ আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার রাতে মেন্দিবাগ পয়েন্ট সংলগ্ন শাহজালাল ব্রিজের দক্ষিণ পাশে চেকপোস্ট বসায় পুলিশ। রাত ৮টার দিকে মোটরসাইকেলযোগে আসা জিয়া আহমদকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তার মোটর সাইকেলের পেছনে থাকা বস্তা তল্লাশি করে ৬০০টি চকলেট বোমা পাওয়া যায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা জানান, আটক জিয়া আহমদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর