গুলশানে ওয়্যারহাউজে অবৈধ মদের মজুদ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 22:14:17

রাজধানীর গুলশানে ইস্টার্ন ডিপ্লোম্যাটিক ওয়্যারহাউজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও ফেনসিডিলের অবৈধ মজুদের সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মদ সরবরাহকারী এ প্রতিষ্ঠানের অনুমোদন থাকলেও তারা অনুমোদনের অতিরিক্ত পরিমাণে বিদেশি মদ এবং একইসঙ্গে অবৈধ ফেনসিডিল মজুদ করে রেখেছে বলে জানিয়েছেন অভিযানকারী র‌্যাব সদস্যরা।


মজুদ করা মদ ডিপ্লোম্যাটদের কাছে বিক্রি করার কথা থাকলেও প্রতিষ্ঠানটি অবৈধভাবে অন্যান্য ক্রেতার কাছে এবং কালোবাজারে বিক্রি করতো।

অভিযান চলাকালে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ওয়্যারহাউজটির সরকারি অনুমোদন রয়েছে। কিন্তু তারা অবৈধভাবে অতিরিক্ত মাদকদ্রব্য মজুদ রেখেছিল এবং তা ব্ল্যাক মার্কেটে বিক্রি করতো।


তিনি আরও বলেন, এখান থেকে বিভিন্ন ক্লাব ও ক্যাসিনোতে মাদক সরবরাহ করা হতো। অভিযানে প্রায় শতাধিক দেশি-বিদেশি মদের বোতল পাওয়া গেছে। পাশাপাশি আরও বেশকিছু অসঙ্গতি পাওয়া গেছে।

আরও পড়ুন: গুলশানে ওয়্যারহাউজে অভিযানে র‍্যাব

এ সম্পর্কিত আরও খবর