‘গ্রামের দুর্নীতিবাজরাও পার পাবে না’

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-24 22:10:07

দেশে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান চলছে, তা চলমান থাকবে। দেশের কোনো দুর্নীতিবাজ ছাড় পাবে না। জেলা উপজেলা এমনকি গ্রামের দুর্নীতিবাজরাও পার পাবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। কেউ যদি ভাবে এই অভিযান শুধু ঢাকায় হবে, তবে তারা ভুল ভাবছে। জেলা, উপজেলায় দুর্নীতির বিরুদ্ধে অভিযান হবে।’

শনিবার (২৬ অক্টোবর) সিলেট জেলা পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ ডে উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘কোথাও কোনো গণ্ডগোল লাগলে পুলিশের উচিত সবাইকে নিয়ে সমস্যার সমাধান করা। তবে পুলিশের একার পক্ষে সমাজের সকল সমস্যা সমাধান সম্ভব নয়। সমাজের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে পুলিশকে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘গুজবে কান দেবেন না। গুজব যারা ছড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’

সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সিলেট বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর