আমাদের হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির ইতিহাস আছে। কিন্তু অপসংস্কৃতির আগ্রাসনে সুষ্ঠু সংস্কৃতি এখন বিপর্যয়ের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জাতীয় পার্টির গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন জাতীয় সাংস্কৃতিক পার্টিকে দেশে সুস্থধারার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করতে হবে। দেশের রাজনৈতিক অঙ্গনে জাতীয় পার্টি এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তাই সকল ক্ষেত্রেই জাতীয় পার্টিকে কাজ করতে হবে। দেশের ঐতিহ্যের সংস্কৃতিকে এগিয়ে নিতে জাতীয় সাংস্কৃতিক পার্টিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, জাতীয় পার্টি এখন দেশের রাজনীতির মাঠে সক্রিয় আছে। প্রতিদিনই দেশের ইতিবাচক রাজনীতিতে ভূমিকা রাখছে জাতীয় পার্টি। দেশের মানুষ তাকিয়ে আছে জাতীয় পার্টির দিকে।
সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে জাতীয় পার্টির ওপরেই ভরসা রাখছে। আগামী দিনের রাজনীতিতে প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব নির্বাচনে ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে বলে জানান মসিউর রহমান রাঙ্গা।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক নাজমুল খান। উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান প্রমুখ।