নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় স্পেনের ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 03:57:28

ঢাকা মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনায় স্পেনের ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত আলবারো দে সালাস।

রোববার (২৭ অক্টোবর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

স্পেনের রাষ্ট্রদূত মেয়রের সঙ্গে সাক্ষাৎকালে যানবাহন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে স্পেনের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে আগ্রহ বলে জানান। রাষ্ট্রদূত স্পেন ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় সেমিনারে মেয়রকে গেস্ট অব অনার হিসাবে যোগদান করার আমন্ত্রণ জানান। ঢাকা মহানগরীর উন্নয়নে স্পেনের বিভিন্ন শহরের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানো যেতে পারে বলে মেয়র রাষ্ট্রদূতকে জানান।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এম মঞ্জুর হোসেন উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর