‘সৌদি ফেরত কর্মীদের এজেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা’

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম ঢাকা | 2023-08-20 00:49:56

সৌদি থেকে কর্মী ফেরত আসার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, ‘সম্প্রতি সৌদি আরব থেকে যে একের পর এক কর্মী ফেরত আসছেন, সে খবর আমরাও পাচ্ছি। যেসব বেসরকারি এজেন্ট এসব কর্মীকে সৌদি কাজে পাঠিয়েছিল, সেসব এজেন্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।'

রোববার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর রমনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ, সদ্য স্বাক্ষরিত বাংলাদেশ-
সিশেলস শ্রম সহযোগিতা চুক্তির বিষয়ে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন মন্ত্রী।

তিনি আরো বলেন, 'সৌদি ফেরত শ্রমিকদের রিপোর্টে দেখা গেছে, তাদের যে এলাকায় কাজ দেওয়া হয়েছিল, তারা সে এলাকায় কাজ না করে ভিন্ন এলাকায় কাজ করছিলেন। ফলে তারা ওই দেশে অবৈধ হচ্ছেন এবং পরে তাদের বাংলাদেশে ফেরত আসতে হচ্ছে। তবে এ ফিরে আসার পেছনে অন্য কি কারণ আছে, তা আমরা তদন্ত করে দেখছি। আর যেসব বেসরকারি এজেন্ট এসব কর্মীকে পাঠিয়েছিলেন, তাদেরও খুঁজে বের করা হচ্ছে।'

নতুন শ্রমবাজার খোলার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'বাংলাদেশের কাছে রোমানিয়া, পোল্যান্ড, ক্যামবোডিয়া, ভিয়েতনাম, ক্রোয়েশিয়া ও হাঙ্গেরি থেকে প্রস্তাব আসছে শ্রমিক পাঠানোর জন্য। মন্ত্রণালয় এসব দেশের শ্রমিক পাঠানোর ব্যাপারে খোঁজখবর নিচ্ছে। এরই মধ্যে দেশগুলোর শ্রমবাজার দেখতে মন্ত্রণালয় থেকে বিভিন্ন টিম সেসব দেশে যাচ্ছে।'

মালয়েশিয়ার শ্রমবাজার খোলার প্রসঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, 'আগামী ৬ নভেম্বর বাংলাদেশের প্রতিনিধিদল মালয়েশিয়ায় যাচ্ছে। মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার বিষয়ে আলোচনা করা হবে। আমরা আসা করছি, শিগগিরই এ বাজার খুলবে। মালয়েশিয়ার শ্রমবাজারে শ্রমিকের চাহিদা অনেক বেশি। নতুন করে এ শ্রমবাজার খোলা হলে প্রথম বছরে দেড় লাখ শ্রমিক যেতে পারবেন।'

'বাংলাদেশ থেকে জাপানে যেতে শ্রমিকদের কোনো পয়সা লাগবে না। বিনা পয়সায় যেতে পারবেন কর্মীরা। যদি কোনো টাকা লাগে, তবে সেটিও মন্ত্রণালয় থেকে নির্ধারণ করে দেওয়া হবে। জাপানে যেতে হলে ভাষা শিখতে হবে এবং কাজের প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণে যে ব্যয় হবে সেটিও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নির্ধারণ করে দেবে,' যোগ করেন তিনি।

বিদেশে পাঠানো বেসরকারি এজেন্ট প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'জাপানে কর্মী পাঠানোর জন্য ১১টি বেসরকারি এজেন্টকে অনুমোদন দেওয়া হয়েছিল। তবে আমরা খবর পেয়েছি, তারা জাপানে কর্মী পাঠানোর নির্দেশনা না মেনে আগেই শ্রমিকদের কাছ থেকে ১০ লাখ টাকা করে নিয়েছে। এমন খবরে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সঙ্গে শুধু জাপান নয়, বিভিন্ন দেশেই শ্রমিক পাঠানোর ক্ষেত্রে বেসরকারি এজেন্টদের বিরুদ্ধে অভিযোগ পেলেই লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'

এ সম্পর্কিত আরও খবর