গণপরিবহনে চাঁদা তোলার অভিযোগ অপপ্রচার: রাঙ্গা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-18 21:01:17

রাজধানীর গণপরিবহনে থেকে প্রতিদিন এক কোটি ৬০ লাখ টাকা চাঁদা তোলার অভিযোগ অসত্য ও অপপ্রচার বলে দাবি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।

রোববার (২৭ অক্টোবর) রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউতে সড়ক পরিবহন ও বিশৃঙ্খলা সৃষ্টি ও আন্দোলনের নামে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।

সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও প্রস্তাবসমূহ মাথায় রেখে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এ অবস্থায় সড়ক পরিবহন আইন বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে একটি চক্র এই ধরনের অপতৎপরতা চালাচ্ছে।’

সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘ঢাকাসহ সারাদেশের পরিবহন মালিকরা আমার ওপর আস্থাশীল। বাচ্চু গং নামের এক পরিবহন নেতা টার্মিনাল দখলের চেষ্টায় সফল হতে পারছে না। তাই ক্ষুব্ধ হয়ে সড়ক পরিবহন সমিতির বিরুদ্ধে তিনিসহ একটি স্বার্থান্বেষী মহল কিছুদিন যাবত বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে।’

এ সম্পর্কিত আরও খবর