ডিসেম্বরে হতে পারে সিলেট মহানগর যুবদলের কমিটি

সিলেট, জাতীয়

নাবিল চৌধুরী, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-31 09:59:07

সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠার ১৮ বছর পরও মহানগরে গঠন করা হয়নি বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন যুবদলের কমিটি। সিলেট নগরকে সিটি করপোরেশনে উত্তীর্ণ করার ঘোষণায় শহর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছিল। এরপর ১৮ বছর কেটে গেলেও আলোর মুখ দেখেনি কমিটি। এতে দলের নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তবে যুবদলের নেতাকর্মীরা জানিয়েছেন, আগামী ডিসেম্বর নাগাদ গঠন করা হতে পারে সিলেট মহানগর যুবদলের কমিটি।

জানা গেছে, বিলুপ্ত শহর যুবদলের সভাপতি এমদাদ হোসেন টিপু বর্তমানে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করছেন। আর সাধারণ সম্পাদক মঈন উদ্দিন সুহেল মহানগর বিএনপির যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

মহানগর যুবদলের নেতাকর্মীরা জানান, সিলেট মহানগর যুবদলের নেতৃত্বে নিজেদের বলয়ের লোক বসাতে চান জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা। এছাড়া যুবদলের নেতাদের মধ্যে তীব্র কোন্দল রয়েছে। এসব কারণে গত দুই দশকেও কমিটির মুখ দেখেনি। সব কূল রক্ষা করে শেষ পর্যন্ত বিদ্রোহের শঙ্কায় কমিটি করেনি কেন্দ্রীয় যুবদলও।

যুবদল সূত্রে জানা যায়, কয়েকদিনের মধ্যেই যুবদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করা হবে। এরপর আগামী ডিসেম্বর নাগাদ গঠন করা হবে সিলেট মহানগর যুবদলের কমিটি। দীর্ঘদিন পর নতুন কমিটির আসবে এমন খবরে পদ-প্রত্যাশী নেতারা দৌড়ঝাঁপ শুরু করেছেন। যুবদলের শীর্ষ পদে আসতে সিলেট বিএনপি ও কেন্দ্রীয় যুবদলের নেতাদের কাছে ধর্না দিচ্ছেন তারা।

জানা গেছে, সিলেট মহানগর যুবদলের সভাপতি পদের জন্য আলোচনায় রয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. আব্দুস শুকুরের নাম।

মহানগর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রদল নেতা শাহ নেওয়াজ বক্স চৌধুরী তারেক, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি লোকমান আহমদ, জেলা যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক নাজমুল হোসেন রিপন এবং যুবদল নেতা শামীম মজুমদার। মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক পদে মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফরহাদ হোসেন রিপন, মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, মহানগর যুবদল নেতা সোহেল মাহমুদ, হাবিবুর রহমান হাবিবের নাম আলোচনায় রয়েছে।

সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার বলেন, 'সিলেট জেলা যুবদলের কমিটির বয়স ২০ বছর। সিলেট বিভাগ ঘোষণা হলো ১৯৯৫ সালের ১ আগস্ট। কিন্তু এখনো সিলেট মহানগর যুবদলের কমিটি আলোর মুখ দেখেনি। এই অবস্থায় দল কীভাবে চলবে।'

তিনি বলেন, 'সিলেট যুবদলকে বাঁচাতে এখনই প্রয়োজন সম্মেলন প্রস্তুতি কমিটির মাধ্যমে একটি নির্বাচন। আর এই নির্বাচনে বেরিয়ে আসবে তৃণমূলের পছন্দের যোগ্য নেতৃত্ব।'

এ সম্পর্কিত আরও খবর