মুলাদীতে বাকশিসের মতবিনিময় সভা

বরিশাল, জাতীয়

নিউজ ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 14:23:14

বরিশালের মুলাদী উপজেলায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় আরিফ মাহমুদ ডিগ্রি কলেজের প্রশাসনিক ভবনের মিলনায়তনে এ সভা হয়। এতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সিরাজ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, বাংলাদেশের বর্তমান অবস্থায় কোনো কলেজ বা স্কুল বেসরকারি থাকা উচিত নয়। তাই শুধু এমপিওভুক্ত নয়, মানসম্মত শিক্ষার জন্য শিক্ষা জাতীয়করণ দরকার। আর অল্প কিছু টাকা হলেই তা সম্ভব।

Monday
 মুলাদীতে বাকশিসের মতবিনিময় সভা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সভায় আরো বক্তব্য দেন বাকশিসের বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল ও বাকশিসের কেন্দ্রীয় সদস্য মো. মোশাররেফ হোসেন খানসহ বাকশিস নেতৃবৃন্দ এবং মুলাদী উপজেলার সব কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ। সবাই বাকশিসের দাবির সঙ্গে ঐকমত্য প্রকাশ করেছেন। 

এ সম্পর্কিত আরও খবর