ময়মনসিংহে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-09-01 23:12:41

বিস্ফোরক মামলায় ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন।

মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপি জোটের হরতাল চলাকালে নগরীর জিলা স্কুল মোড় এলাকায় ২০১৩ সালের ১৮ মার্চ হরতালের সমর্থনে একটি মিছিলকে কেন্দ্র করে বিস্ফোরক মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুলকে প্রধান আসামি করা হয়। মঙ্গলবার সেই মামলায় টুটুল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্র জানায়, এর আগে তানভীরুল ইসলাম টুটুল আরও চার দফায় প্রায় ৮ মাস কারাবরণ করে জামিনে মুক্ত হন। তার বিরুদ্ধে বর্তমানে প্রায় ৩৭টিরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছেন পরিবারের স্বজনরা।

এ সম্পর্কিত আরও খবর