উন্নয়ন হলে কিছু লোক প্রভাবশালী হয়ে ওঠে: প্রধানমন্ত্রী

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 21:36:54

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'যখন একটি দেশে উন্নয়ন হয় তখন কিছু লোক প্রভাবশালী হয়ে ওঠে। তবে আমরা গ্রামের মানুষ থেকে শুরু করে সবার কথা মাথায় রেখে পরিকল্পনা গ্রহণ করছি। মানুষ যেন ভালো থাকে সেজন্য আমরা কাজ করি। ফলে দেশে দারিদ্র্যতার হার কমেছে। তবে কিছু লোক সুবিধা নেয় কিন্তু এতে যে রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত করে ফেলবে এটা সম্ভব না। কারণ ওটা করতে গেলে একটা ধাক্কা আসবে। কাজেই চিন্তার কোনো কারণ নেই।'

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় গণভবনে ন্যাম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ ও আজারবাইজান সফরের নানা দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি। কিছু মানুষের কাছে রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত রয়েছে এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ন্যাম শীর্ষ সম্মেলনে অংশ নিতে চারদিনের সফরে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন শেষে গত রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকায় ফেরেন তিনি।

১২০টি উন্নয়নশীল দেশের জোট ন্যাম জাতিসংঘের পর সবচেয়ে বড় ফোরাম হিসেবে পরিচিত। এবারের শীর্ষ সম্মেলনের আসর বসে আজারবাইজানের রাজধানী বাকুতে।

ন্যাম শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির বিন মোহাম্মদ, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালিকি, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

এছাড়া ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদসহ অন্যান্য রাষ্ট্র ও সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক সাক্ষাৎ ও বৈঠক করেন প্রধানমন্ত্রী।

ন্যাম শীর্ষ সম্মেলনের সাধারণ সভা ও দ্বিপাক্ষিক বৈঠকগুলোতে রোহিঙ্গা সমস্যাটিকে জোরালোভাবে উপস্থাপন করেন প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের প্রচেষ্টা ও মিয়ানমারের ভূমিকার কথাও বিশ্বনেতাদের অবহিত করেন তিনি। আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন কার্যক্রমকে নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানে বিশ্বনেতাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান শেখ হাসিনা।

এ সম্পর্কিত আরও খবর