স্বামীকে ডেকে সহকর্মী শিক্ষককে শায়েস্তা করলেন শিক্ষিকা!

রাজশাহী, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজশাহী | 2023-08-22 14:38:05

রাজশাহীর চারঘাট উপজেলার ধর্মহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস করানো নিয়ে দ্বন্দ্বের জেরে স্বামীকে বিদ্যালয়ে ডেকে এনে সহকর্মী শিক্ষককে মারধর করানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত শিক্ষক বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত বজলুর রশীদ ধর্মহাটা সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অপরদিকে, অভিযুক্ত মেরাতুন খাতুনও একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার স্বামী ওই এলাকার বাসিন্দা হাবিল উদ্দিন।

বিদ্যালয়ের অন্য শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার (৩০ অক্টোবর) সকালে স্কুলে এসে প্রথম ক্লাস নিয়ে একই শ্রেণির দ্বিতীয় ক্লাস নেওয়া শুরু করেন সহকারী শিক্ষিকা মেরাতুন খাতুন। তবে পরপর দুইটি ক্লাস না নিয়ে গ্যাপ দিয়ে শিক্ষিকা মেরাতুনকে ক্লাস নিতে বলেন বজলুর রশীদ। এ নিয়ে দুই শিক্ষকের মধ্যে কথা কাটাকাটি হয়। সেখানে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদেরকে শান্ত করেন।

পরে দুপুরের দিকে স্কুলে আসেন শিক্ষিকা মেরাতুনের স্বামী হাবিল উদ্দীন। তিনি এসে শিক্ষক বজলুর রশীদকে খুঁজতে শুরু করেন। তাকে পেয়েই কথা কাটাকাটির এক পর্যায়ে কিল-ঘুষি মারতে শুরু করেন। এতে বজলুর রশীদের নাক ও মুখে গুরুতর জখম হয়।

জানতে চাইলে মেরাতুন খাতুন বলেন, 'বজলুর রশীদ আমার সঙ্গে ইচ্ছাকৃতভাবে দীর্ঘদিন ধরে ঝামেলা করার চেষ্টা করে আসছেন। এ নিয়ে আমি প্রধান শিক্ষককে অভিযোগও করেছি। অতিষ্ঠ হয়ে আমি আমার স্বামীকে বিষয়টি জানিয়েছিলাম। আমার স্বামী স্কুলে এসে রাগের মাথায় তার গায়ে হাত তুলেছেন। বাজে ব্যবহার করায় একটু শায়েস্তা করেছেন।'

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী বলেন, 'একসঙ্গে কাজ করতে গেলে মাঝেমধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। তবে সেটা নাক ফাটিয়ে দেওয়ার মতো পর্যায়ে গেলে মেনে নেওয়ার মতো নয়। আমরা বিষয়টি উপজেলা শিক্ষক কর্মকর্তাকে জানিয়েছি। তিনি এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।'

চারঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা ইয়াসমিন বলেন, 'বিষয়টি দুঃখজনক। আমি আহত শিক্ষকের খোঁজ-খবর নিয়েছি। এ বিষয়ে অভিযোগও পেয়েছি। তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এ সম্পর্কিত আরও খবর