ফিরে গেছেন আরও ৪৬ রোহিঙ্গা, দাবি মিয়ানমারের

বিবিধ, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 16:33:32

বাংলাদেশে আশ্রয় নেওয়া আরও ৪৬ জন রোহিঙ্গা স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে গেছেন বলে দাবি করেছে ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তারা স্ব-প্রণোদিত হয়ে ফিরে যান বলে দাবি করা হয়। এর আগে, ২২ অক্টোবর ২৯ জন স্বেচ্ছায় ফিরে গেছেন বলেও দাবি করেছিল দেশটির দূতাবাস।

ফিরে গেছেন আরও ৪৬ রোহিঙ্গা
মিয়ানমার দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত ছবি

দূতাবাসের ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে। সেখানে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে।

সেখানে উল্লেখ করা হয়, তুং পিয় লেটউই এবং নাগা খু ইয়া সেন্টারে ৪৬ জন রোহিঙ্গাকে দেশটির পররাষ্ট্র, সমাজ কল্যাণ, শ্রম, জনসংখ্যা, অভিবাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা গ্রহণ করেন। এ পর্যন্ত ৩৯৭ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ফিরে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, 'বাংলাদেশ এ সম্পর্কে কিছুই জানে না। আমরা যাচাই করে পরে জানাব।'

এ সম্পর্কিত আরও খবর