বিটিসিএল'র উপ-মহাব্যবস্থাপককে দুদকের জিজ্ঞাসাবাদ

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 18:48:02

অবৈধ সম্পদ আয় ও বিদেশে অর্থপাচারের অভিযোগে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান বিটিসিএল'র উপ-মহাব্যবস্থাপক হাম্মাদ মুজিবকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুদক কার্যালয়ে কমিশনের পরিচালক গোলাম শাহরিয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি অনুসন্ধানী দল তাকে জিজ্ঞাসাবাদ করছে। এ নিয়ে তাকে দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুদক সূত্র বলছে, তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, অসৎ পন্থা অবলম্বন করে বিপুল সম্পদ আয় এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এসব প্রমাণিত হলে আজ তাকে গ্রেফতারও করা হতে পারে।

এ সম্পর্কিত আরও খবর