রাজধানীর কদমতলীতে রাজউকের অভিযান

ঢাকা, জাতীয়

Mansura chamily | 2023-08-29 23:59:58

অননুমোদিত ও নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে রাজধানীর কদমতলী এলাকায় অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভ্রাম্যমাণ আদালত কর্তৃক এ অভিযান পরিচালনা করা হয় বলে রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মো. আতিকুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়।

অভিযানে একটি নির্মাণাধীন ইমারতের অবৈধ স্থাপনা আংশিক অপসারণ করা হয় ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় ডিপিডিসির প্রতিনিধির মাধ্যমে বৈদ্যুতিক মিটারও জব্দ করা হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অথরাইজড অফিসার শেখ তৌফিকুর রহমান এর যৌথ নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য সেবাদানকারী সংস্থার সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় সহকারী অথরাইজড অফিসার ইমরুল হাসান, শেখ মাহাব্বির রনি, সংশ্লিষ্ট প্রধান ইমারত পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর