উচ্চস্বরে গানের প্রতিবাদকারী হত্যা মামলার সব আসামির জামিন

, জাতীয়

সেন্ট্রাল ডেস্ক ২ | 2023-07-06 16:10:44

রাজধানীর গোপীবাগে বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদকারী ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি মির্জা জাহিদ হাসানকে জামিন দিয়েছেন আদালত। এ নিয়ে মামলাটির তিন আসামির সবাই জামিন পেলেন। রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা জামিন আদেশ দেন। আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল গণমাধ্যমকে জানান, আসামি জাহিদ হাসানের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী সৈয়দ রেজাউর রহমান। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুরের আদেশ দেন। তাপস কুমার পাল বলেন, গত ১ মার্চ এ মামলার অন্য দুই আসামি জামিন পান। তারা হলেন আলতাফ হোসেন, রাইয়ান তাসনিম। মহানগর দায়রা জজ তাদের জামিন দেন। গত ২০ জানুয়ারি মির্জা জাহিদ হাসান ও সাজ্জাদ হোসেনের একদিনের রিমান্ড দেন আদালত। সেই রিমান্ড শেষে ২২ জানুয়ারি সাজ্জাদ হোসেন আদালতে ঘটনার সত্যতা স্বীকার করে জবানবন্দি দেন। মামলার নথি থেকে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করায় গোপীবাগের রামকৃষ্ণ মিশন রোডের ৪৪ নম্বর বাড়ির সামনে গত ১৯ জানুয়ারি সকালে পিটিয়ে হত্যা করা হয় নাজমুল হক (৬৫) নামের অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তাকে। এ ঘটনায় ওয়ারী থানায় হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।    

এ সম্পর্কিত আরও খবর