বাজারে পর্যাপ্ত ইলিশ, নাগালের মধ্যেই দাম

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-21 23:15:17

সরকারি নিষেধাজ্ঞায় একটানা ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকার পর জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। ফলে রাজধানীর বাজারগুলোতে ইলিশের সরবরাহ বাড়ায় দুদিনের মাথায় ইলিশের দাম আগের তুলনায় কমেছে। এদিকে ইলিশের দাম নাগালের মধ্যে থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্রেতারা।

শুক্রবার (১ নভেম্বর) রাজধানী কারওয়ান বাজারের ইলিশের বাজার ঘুরে দেখা যায়, বরিশাল, চাঁদপুর সহ বিভিন্ন আড়ত থেকে এসেছে রুপালি ইলিশ। বাজারে বেশ কয়েকদিন ইলিশ না থাকায় ক্রেতারাও ভিড় করছিলেন।

এদিন প্রতিকেজি বড় সাইজের অর্থাৎ এক কেজি বা তার চেয়ে বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৯০০-১২০০ টাকায়, ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৭০০-৮০০ টাকায়, এর চেয়ে ছোট সাইজের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৪৫০-৬৫০ টাকায়।

এদিকে, ইলিশ ধরা বন্ধের আগে বাজারে ১৪০০-১৭০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে এক কেজি বা এর চেয়ে বেশি ওজনের ইলিশ। এছাড়াও তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত হালি হিসেবে বিক্রি হতেও দেখা গেছে।

সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে আসা শামিম সিকদার বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'বাজারে ইলিশ মাছের সরবরাহ যথেষ্ট বেড়েছে। দাম কম হওয়ায় ইলিশের বাজারে কিছুটা স্বস্তি আছে। দুই হালি ইলিশ কিনেছি। তবে চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিক্রেতারা যেন দাম বাড়াতে না পারে সেদিকে কর্তৃপক্ষের নজর দিতে হবে।'

বাজার করতে আসা আরেক ক্রেতা নাজনীন আক্তার বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'বাজারে এসে ইলিশ মাছের দেখা পেয়ে খুব ভাল লাগছে। যেকোনো সাইজের ইলিশ মাছ পাচ্ছি বাজারে। তবে আগের চেয়ে দাম যথেষ্ট কম। যার ফলে ইলিশের বাজারে আমাদের মতো ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি ফিরেছে।'

ইলিশ ব্যবসায়ী মো. রমজান আলী বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'কিছুদিন ইলিশ মাছ ধরা বন্ধ ছিল। পুনরায় মাছ ধরা শুরু হয়েছে তাই এখন সরবরাহ বেড়েছে। যেহেতু হঠাৎ করে বাজারে প্রচুর ইলিশ মাছ আসছে, স্বাভাবিকভাবেই দাম কিছুটা কম রয়েছে। গত দুই দিনে রাজধানীর বাজারে পর্যাপ্ত ইলিশ এসেছে।'

তিনি আরও বলেন, 'বাজারে ইলিশের সরবরাহ যথেষ্ট আছে এবং ক্রেতাদের চাহিদাও বেশি। যদি ইলিশের সরবরাহ কমে এবং ক্রেতাদের চাহিদা বাড়ে তাহলে দুই-একদিনের ভেতরে দাম খানিকটা বাড়তে পারে।'

উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণের জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গত মাসের ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছিল।

এ সম্পর্কিত আরও খবর