রিপাবলিক অব কাবো ভার্দের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

, জাতীয়

নাঈম হাসান পাভেল | 2023-09-01 01:14:36

পর্তুগাল (লিসবন) থেকে: রিপাবলিক অব কাবো ভার্দের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ রুহুল আলম সিদ্দিকী।

গত ৬ জুন (বুধবার) এক অনুষ্ঠানের মাধ্যমে রিপাবলিক অব কাবো ভার্দের রাষ্ট্রপতি জর্জ কার্লোস ফনসেকার কাছে অনাবাসী রাষ্ট্রদূত হিসেবে রাষ্ট্রদূত তার পরিচয় পত্র পেশ করেন। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন-তার স্ত্রী রিমা আরা।

আনুষ্ঠানিক পরিচয় পত্র উপস্থাপনের পর রাষ্ট্রদূত কাবো ভার্দের রাষ্ট্রপতির সাথে এক একান্ত বৈঠকে মিলিত হন। বৈঠকে রাষ্ট্রদূত মোঃ রুহুল আলম সিদ্দিকী কাবো ভার্দের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির শুভেচ্ছা পৌঁছে দেন।

তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রাকে তুলে ধরেন। বিশেষ করে, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য, শিক্ষা সহ অন্যান্য আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নতির বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন।


বাংলাদেশের সাথে কাবো ভার্দের দ্বিপাক্ষিক সম্পর্ক অনেক পুরোনো হলেও, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা এখনও আশানুরূপ নয় বলে মত প্রকাশ করেন কাবো ভার্দের রাষ্ট্রপতি জর্জ কার্লোস ফনসেকা। তিনি রাষ্ট্রদূতকে নিয়মিত কাবো ভার্দেতে সফর করে সরকারী ও বেসরকারী পর্যায়ে বৈঠকের মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ, প্রযুক্তি সহ অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের আহবান জানান।

এর আগে চলতি মাসের ৫ জুন, রাষ্ট্রদূত মোঃ রুহুল আলম সিদ্দিকী কাবো ভার্দের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রদূত ফার্নান্দো উনানো-র সাথে বৈঠক করেন। বৈঠককালে, তারা বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে পারস্পরিক সমঝোতা ও বোঝাপড়ার ভিত্তিতে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও, দু’দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় সম্ভাবনার ক্ষেত্র খুঁজে বের করার জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

এ সম্পর্কিত আরও খবর