সিলেটে যুবদলের কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-24 14:47:08

দীর্ঘ দেড় যুগ পর সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) যুবদলের কেদ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ২৯ সদস্যর সিলেট জেলা ও ২৭ সদস্যের মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

জেলা যুবদলের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কেদ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলুকে আর সদস্য সচিব করা হয়েছে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মকসুদ আহমদকে। মহানগর যুবদলের কমিটিতে সাবেক ছাত্রদল নেতা নজিবুর রহমান নজিবকে আহ্বায়ক আর সদস্য সচিব করা হয়েছে মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেককে।

এদিকে জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠনের পর শুক্রবার রাতেই দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। যুবদলের নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে যারা সিলেট যুবদলের হাল ধরে রেখেছেন তাদের মূল্যায়ন করা হয়নি। শুধুমাত্র বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খদকার আব্দুল মুক্তাদিরের পছন্দের লোকরাই যুবদলর নেতৃত্বে এসেছেন। কমিটি থেকে বাদ পড়েছেন সিলেট বিএনপির প্রভাবশালী মেয়র আরিফ গ্রুপ ও সামসুজ্জামান গ্রুপের কর্মীরা। এছাড়া সিলেট বিএনপি ও অঙ্গ-সংগঠনক ঘিরে বিএনপি নেতাদের গ্রুপ-উপগ্রুপের কারও স্থান হয়নি যুবদলের কমিটিতে।

ক্ষুব্ধ ও পদবঞ্চিত যুবদলের নেতাকর্মীরা শুক্রবার রাতে নগরের কুমারপাড়ায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসায় বৈঠকে বসেন। বৈঠকে মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

সিলেট জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি ইকবাল বাহার চৌধুরী বলেন, সিলেট জেলা ও মহানগর কমিটিতে যোগ্যদের মূল্যায়ন করা হয়নি। কমিটি গঠনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক, তাহসিনা রুশদীর লুনা, মেয়র আরিফ, কেন্দ্রীয় নেতা রাজ্জাক ও ডাঃ শাহরিয়ার ভাইয়ের মতামত নেয়া হয়নি। এর প্রেক্ষিতে বিএনপির তিন কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, আরিফুল হক চৌধুরী ও ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বিএনপি থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার বলেন, সম্পূর্ণ একপেশে কমিটি করা হয়েছে। আমরা যারা বছরের ৩৬৫ দিন রাজপথে আন্দোলন করেছি, মামলা হামলার শিকার হয়েছি তাদের কোনো মূল্যায়ন করেনি দল। এই কমিটি অবিলম্বে বিলুপ্ত করে নতুন কমিটিতে ত্যাগীদর সুযোগ দিতে হবে।

এ সম্পর্কিত আরও খবর