সিলেটে যুবদলের কমিটি বাতিলের দাবি

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-28 15:49:55

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটি বাতিলের দাবি জানিয়েছেন পদবঞ্চিতরা। সোমবার (৪ নভেম্বর) রাত ১০টায় নগরের কুমারপাড়ায় সিলেট জেলা ও মহানগর যুবদলের পদবঞ্চিত নেতাদের এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

জেলা যুবদলের সদস্য সাবেক সভাপতি ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তরা বলেন, একজন নব্য ব্যবসায়ী নেতার মদদে যুবদলের প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে পকেট কমিটি করা হয়েছে। যারা দুঃসময়ে দলের জন্য কাজ করেছেন, আন্দোলন করেছেন, বারবার কারাবরণ করেছেন, তাদের মূল্যায়ন না করে বিএনপি নেতাদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। এক তরফা কমিটি গঠনের ফলে দল চরম ক্ষতিগ্রস্ত হবে। ভবিষ্যতে আন্দোলনমুখী কোনো কর্মী পাওয়া যাবে না।

জেলা যুবদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান ছাদিকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যুবদল নেতা আব্দুল মালেক, আলাউদ্দিন আলাই, আব্দুল খালিক, হাবিবুর রহমান হাবিব, মন্তাজ হোসেন মুন্না, মোহাম্মদ মইনুল হক স্বাধীন, ইকবাল কামাল, আলী আহমদ আলী, মনির মুন্সী, সাহেদ আহমদ, কামাল আহমদ, হাজি মামুনুর আল রশীদ হেলাল, মুহিবুর রহমান মহির, আমির হুসেন হাজারি, জামাল আহমদ খান, শাকিল আহমদ খান, আব্দুস সালাম, আঙুর আলম, বাবুল মিয়া, মোহাইমিনুল ইসলাম সোহেল, আলী আহমদ, সেলিম আহমদ, শফি খান, তমিজুল ইসলাম, চমক আলী, খসরুজ্জামান খসরু, শামিম আহমদ, শওকত আলী, মোজাম্মেল আলম সাদ্দাম, ফয়সল কামরান হেলন, ফয়সল আহমদ, আব্দুল মান্নান, এহসান রেজা চৌধুরী, আলম আহমদ, শাহ আলম, সাইদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, শিপন চন্দ্র, আব্দুর রহিম, আব্দুস সালাম আজাদ, সাব্বির চৌধুরী, রুহেল খান প্রমুখ।

 

এ সম্পর্কিত আরও খবর