বিকেলে শুরু হচ্ছে ‘সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষ স্মরণোৎসব’

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-26 23:00:19

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেটবাসীর আমন্ত্রণে ‘শ্রীভূমি’ সিলেটে এসেছিলেন ১৯১৯ সালের নভেম্বরে। ২০১৯ সালে এর শতবর্ষ পূর্তি হচ্ছে। সেই স্মৃতিকে স্মরণীয় করে রাখতে সিলেটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজন করা হয়েছে ‘সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষ স্মরণোৎসব’।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সিলেটের ঐতিহ্যবাহী কিন ব্রিজ প্রাঙ্গণে কবিগুরুর ম্যুরাল উন্মোচনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করবেন সিলেটে রবীন্দ্রনাথ: শতবর্ষ স্মরণোৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

program
উৎসবের সময়সূচি, ছবি: সংগৃহীত

বিকেল ৪টায় শুরু হবে সিলেটের শিল্পীদের পরিবেশনায় নৃত্য, আবৃত্তি ও সঙ্গীতানুষ্ঠান। এছাড়া থাকবে একক পরিবেশনাও। এছাড়া বুধবার মাছিমপুর, এমসি কলেজ ও চৌহাট্টা সিংহবাড়িতে পৃথকভাবে হবে নানান অনুষ্ঠান। এরপর ৭ ও ৮ নভেম্বর বিকেল ৪টা থেকে দু’দিন অনুষ্ঠান হবে সিলেট জেলা স্টেডিয়ামে।

এ সম্পর্কিত আরও খবর