প্রায় ৯০ লাখ ভোটারযোগ্য নাগরিক বিভিন্ন দেশে রয়েছেন: সিইসি

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 03:32:33

প্রায় ৯০ লাখ বাংলাদেশি ভোটারযোগ্য নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

মঙ্গলবার (০৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনে প্রবাসীদের ভোটার করার প্রক্রিয়া উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এ সময় অন্যান্য নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোটার তালিকার কার্যক্রম উদ্বোধন করা হয়।

প্রথমে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীরা এ সুযোগ পাবেন। অনলাইনে ভোটার হতে পারবেন তারা।

সিইসি বলেন, প্রায় ৯০ লাখ বাংলাদেশি ভোটারযোগ্য নাগরিক বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী জীবন যাপন করেন। তাদের অধিকাংশের জাতীয় পরিচয়পত্র নেই। ফলে তারা ভোটার তালিকায় নিবন্ধিত হতে পারেননি। ব্যাংক হিসাব খোলা, বিয়ে করা, সম্পত্তি বেচা-কেনা, পাসপোর্ট করাসহ বিভিন্ন কাজে জাতীয় পরিচয়পত্র থাকা আবশ্যক করা হয়েছে। সে কারণে প্রবাসী বাংলাদেশি নাগরিকরা জাতীয় পরিচয়পত্র পেতে অধির আগ্রহে আছেন। বিভিন্ন সময় এ ব্যাপারে সুপারিশের আলোকে নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের পরিচয়পত্র দিতে ভোটার তালিকায় প্রয়োজনীয় সংশোধন এনে নীতিমালা করেছে।

তিনি বলেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য কোনো দালালের কাছে যাওয়ার দরকার নেই। আপনারা নিজেরাই কারো সহযোগিতা নিয়ে অনলাইনে এটি পূরণ করতে পারবেন।

Vote
প্রবাসীদের ভোটার করার প্রক্রিয়া শুরু, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

এর আগে অবশ্য ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, প্রবাসী বাংলাদশিদের বিদেশে অবস্থানকালীন এবং দেশে ফেরার পর বিভিন্ন সেবা প্রাপ্তিতে জাতীয় পরিচয় পত্র লাগবে। বর্তমানে প্রবাসী বাংলাদেশি ভোটারযোগ্য নাগরিকরা দেশে ফিরে ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারলেও প্রবাসে ভোটার পরিচয় নিবন্ধন ব্যবস্থা চালু থাকায় তাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের পরিচয় পত্র দিতে পারলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে তারা আরো ভূমিকা রাখতে পারবেন।

এ সময় সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়া থেকে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

ইসির সিনিয়র সচিব মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম বিষয়ক তথ্য উপস্থাপন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম। এ সময় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর