উত্তরের ট্রেন শিডিউল লন্ডভন্ড

, জাতীয়

  সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | 2023-08-29 16:01:08

 

ঢাকা: দিন পেরিয়ে যাচ্ছে কিন্তু ট্রেন আসার খোঁজ নেই; তাহলে যাব কখন? এমন অবস্থা  ঢাকা-উত্তরাঞ্চল  ট্রেন শিডিউলের। ঘড়ির কাঁটার হিসেবে রংপুর এক্সপ্রেস ২০ ঘন্টা, লালমনি এক্সপ্রেস চলছে ১০ ঘন্টার বেশি বিলম্বে,  নীলসাগর ১২ ঘন্টা ও একতা ৯ ঘন্টারও বেশি।

গতকাল রাজশাহী অঞ্চলের পদ্মা এক্সপ্রেস সাড়ে ৪ ঘন্টা দেরিতে চলাচল করে আর ধূমকেতু এক্সপ্রেস ৩ ঘন্টার বেশি শিডিউল বিপর্যয়

ট্রেন বিলম্বের কারণ দুইভাবে ব্যাখা দিচ্ছে রেলওয়ে বিভাগ। ঈদ ফেরত মানুষের ঢাকামুখী চাপ অন্যটি ‘ডুয়েল গেজ ডাবল লাইন’ না থাকায় জয়দেবপুর-ঈশ্বরদীতে ট্রেনের পিছিয়ে পড়া। 

রেলওয়ের একটি সূত্র জানায়, রাজশাহী-ঢাকা ট্রেনের দুই রেকে তিন ট্রেন চলার ফলে এক ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটলে অন্য ট্রেনেও এর প্রভাব পড়ে।

অন্যদিকে তুলনামূলক কম দেরিতে চলছে ঢাকা-খুলনা রুটের সুন্দরবন এবং চিত্রা এক্সপ্রেস। 

দুপুর দেড়টায় রংপুর এক্সপ্রেস খবর পাওয়া যায়, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর গামী রংপুর এক্সপ্রেস ২০ ঘন্টা দেরিতে যাচ্ছে।

ঢাকা স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী উত্তরাঞ্চলের ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় স্বীকার করে নেন। তিনি বলেন, তবে দেশের অন্যান্য অঞ্চলের ট্রেন শিডিউলের বিপর্যয় নেই।এছাড়া ১০/২০ মিনিট বা আধাঘন্টা দেরি হলে ঈদের যাত্রায় তাকে শিডিউল বিপর্যয় ধরা যায় না।

ঈদের পুরো সপ্তাহ ছুটি কাটিয়ে হাজার হাজার নগরবাসী ঢাকামুখী হচ্ছেন। তাদের চাপ পড়েছে রেলে। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় এ দিন সব ঢাকামুখী ট্রেন যাত্রীর চাপে ভরপুর দেখা যায়।

 

এ সম্পর্কিত আরও খবর