মামলা-জরিমানার চেয়ে সচেতনতা বৃদ্ধিতে রংপুর ট্রাফিক

রংপুর, জাতীয়

ফরহাদুজ্জামান ফারুক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-25 15:07:53

নতুন সড়ক পরিবহন আইনে রংপুর মহানগরীতে গেল ছয় দিনে ৮৪৪ মামলা হয়েছে। মোটরযান আইন অমান্য করায় রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ট্রাফিক বিভাগ এসব মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আরপিএমপি'র সহকারী পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স অ্যান্ড মিডিয়া) রেজানুর বেগম।

বার্তাটোয়েন্টিফোর.কম-কে তিনি বলেন, 'গত ১ থেকে ৬ নভেম্বর পর্যন্ত রংপুর মহানগরীতে ট্রাফিক পুলিশের উত্তর ও দক্ষিণ ইউনিটে সর্বমোট ৮৪৪টি মামলা দায়ের হয়েছে। জরিমানার কিছুটা কম করা হয়েছে। তবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর নির্দেশ অনুসরণ করা হচ্ছে। আমরা আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা করার চেয়ে নতুন আইন সম্পর্কে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির বিষয়ে বেশি গুরুত্বারোপ করছি।'

রেজানুর বেগম বলেন, 'নতুন সড়ক পরিবহন আইন কার্যকরের প্রথম দিনে ১৫২টি মামলা হয়েছে। দ্বিতীয় দিনে ১৬১, তৃতীয় দিনে ১৩০, চতুর্থ দিনে ১৪০টি মামলা করা হয়। এছাড়া ৫ নভেম্বর ১৩৬ এবং ৬ নভেম্বর ১২৫টি মামলা দায়ের করা হয়েছে।'

নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের পর বিআরটিএতে ভিড়
নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের পর বিআরটিএতে ভিড়

এদিকে আরপিএমপি'র সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ-উত্তর জোন) ফরহাদ ইমরুল কায়েস বলেন, 'নতুন আইনের আলোকে গত ১ নভেম্বর থেকে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তবে জরিমানা খুব বেশি করা হচ্ছে না। আমরা প্রথমত ট্রাফিক বিভাগ থেকে সড়ক পরিবহন আইন-২০১৮ নিয়ে চালক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে কাজ করছি।'

সড়কে শৃঙ্খলা ফেরানোসহ সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে নতুন আইনের যথাযথ প্রয়োগ সাধারণ মানুষ দেখতে চান বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, 'শুধু মোটরসাইকেল চালক নয়, গত ছয় দিনে নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে বাস, ট্রাক, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ ভারী যানবাহনের চালক ও মালিকদেরকে আইনের বিষয়ে সচেতন করা হচ্ছে। এখন মামলা করার চেয়ে মানুষকে আইন মেনে চলার জন্য উৎসাহিত করছি।'

অন্যদিকে, নতুন সড়ক পরিবহন আইনে জরিমানা বাড়ায় বৈধ কাগজপত্র পেতে উপচেপড়া ভিড় দেখা গেছে রংপুরে সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে। ড্রাইভিং লাইসেন্স কিংবা ফিটনেস সনদ না থাকলে আগে যেখানে জরিমানা ছিল ৫০০ টাকা। নতুন আইনে এখন তা সর্বোচ্চ ২৫ হাজার টাকা। হতে পারে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড।

গাড়ির রেজিস্ট্রেশন না থাকলে জরিমানা দিতে হবে ৫০ হাজার টাকা পর্যন্ত। গাড়ির ট্যাক্স টোকেন হালনাগাদ না থাকলে জরিমানা ১০ হাজার টাকা। আর এ কারণেই গাড়ির কাগজপত্র সংগ্রহ করতে তৎপর হয়ে উঠেছে মালিক ও চালকরা।

এ সম্পর্কিত আরও খবর