ঝুঁকি ভাতা চাইলো পরিবহন শ্রমিকরা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 11:18:00

পরিবহন শ্রমিকদের ঝুঁকি ভাতা দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা জেলা ট্যাক্সি, ট্যাক্সি কার, অটোটেম্পু, অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন নামের একটি সংগঠন।

শুক্রবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

‘সড়ক পরিবহন আইন-২০১৮ এর শ্রমিক নিপীড়ন ধারা সমূহ সংশোধন, শাস্তি নয় গাড়ি চালক-শ্রমিকদের সুরক্ষার আইন চাই’ শীর্ষক ব্যানারে মানববন্ধটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংগঠনের কার্যকরী সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, পরিবহন শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালালেও তাদের কোনো মূলায়ন নেই। আমাদেরও পরিবার আছে, আছে বেঁচে থাকার স্বপ্ন। আমাদের ঝুঁকি ভাতা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

এসময় তিনি শাস্তি নয় পরিবহন চালক- শ্রমিকদের সুরক্ষা আইন ঝুঁকি ভাতাসহ ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণারও দাবি জানান।

মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা ছাড়াও পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর