ট্রাফিক আইন অমান্য করায় ২৯ লাখ টাকা জরিমানা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 21:39:51

ঢাকা: রাজধানী জুড়ে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টার অভিযানে ৩ হাজার ৩৬২টি মামলায় মোট  ২৯ লাখ ১৬ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। 

সোমবার (২৫ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিঃ উপ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান এই তথ্য নিশ্চিত করেন। 

ওবায়দুর রহমান বার্তা২৪.কমকে বলেন, দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে  রাজধানীতে  নিয়মিতভাবে এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৩৮৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৬১টি,  হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৫টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ৫টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় ৪১টি গাড়ি ডাম্পিং ও  ৫৯৯টি গাড়ি রেকার করা হয়।

রোববার (২৪ জুন) সারাদিন ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।

ওবায়দুর রহমান বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত আরও খবর