একটানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবে না চালকরা: প্রধানমন্ত্রী

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম  | 2023-08-31 13:19:49

ঢাকা: দূরপাল্লার রুটে একজন চালক টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালাতে পারবেন না বলে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব রুটে বিকল্প আরেকজন চালক রাখারও নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী রাস্তার মাঝে চালকদের বিশ্রাম ও সহকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা, অনিয়মতান্ত্রিকভাবে রাস্তা পারাপার বন্ধ এবং সিট বেল্ট বাধার নির্দেশ দেন।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে সড়ক দুর্ঘটনা রোধে এসব নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সম্প্রতি কয়েকটি দুর্ঘটনায় শতাধিক প্রাণহানির পর প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।

এর আগে রোববার (২৪ জুন) সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে দুর্ঘটনা কারণ অনুসন্ধানে একটি কমিটি করা হয়েছিল।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

সাধারণত ঢাকা থেকে সিলেট যেতে সাড়ে ৫ থেকে ৬ ঘণ্টা লাগে। ঢাকা-চট্টগ্রাম যাওয়া আসা করতে একই সময় এবং কখনও কখনও আর বেশি সময় লাগে। এছাড়া ঢাকা থেকে রংপুর যেতে ৭ ঘণ্টার বেশি সময় লাগে।

এ সম্পর্কিত আরও খবর