ইভ টিজিং থেকে রক্ষায় কারাতে একটি বড় হাতিয়ার

ঢাকা, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-25 23:37:44

নারীদের ইভ টিজিং থেকে রক্ষায় কারাতে একটি বড় হাতিয়ার হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

শনিবার (৯ নভেম্বর) "সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ -২০১৯" এ যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এই কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, এটি খুবই খুশীর খবর দক্ষিণ এশিয়ার অংশগ্রহণকারী ২৪৫ জনের মধ্য ৭০ জনই বাংলাদেশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধরণের খেলাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। খেলা-ধুলার মাধ্যমে একজনের সঙ্গে আর একজনের সম্পর্ক বৃদ্ধি পায় এবং মানুষের মধ্যে সহনশীলতা সৃষ্টি হয়। এর ফলে সমাজে তথা আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তির আবহ তৈরী হয় যা স্থিতিশীলতা আনে।

এদিকে সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ -২০১৯ উপলক্ষে শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে খেলার আয়োজন করে বাংলাদেশ কারাতে ফেডারেশন।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড.মোজাম্মেল হক খান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আক্তার হোসেন, সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের সভাপতি ভারত শর্মা ও সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সেন্টু অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এতে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা অংশ নেয়।

এ সম্পর্কিত আরও খবর