সুন্দরবনের সঙ্গে লড়াই করে দুর্বল বুলবুল

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 10:16:48

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের উপকূলে আঘাত হানে শনিবার (৯ নভেম্বর) রাত নয়টার দিকে। তারপর ক্রমান্বয়ে ঘূর্ণিঝড়ের গতি কমে বর্তমানে ৭০ শতাংশ উপকূলের দিকে অগ্রসর হয়েছে। উপকূলীয় এলাকায় বিশাল সুন্দরবন থাকার ফলে ঘূর্ণিঝড়ের গতি কমে এসেছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

শনিবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো: আব্দুল মান্নান ঘূর্ণিঝড়ের গতি দুর্বল হওয়ার বিষয়ে এই তথ্য জানান।

এই সময় আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, বাংলাদেশের এত বড় সুন্দরবন ছিল বলে আজ ক্ষয়ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পেলাম। সৃষ্ট ঘূর্ণিঝড় সুন্দরবনের সঙ্গে লড়াই করে ক্রমেই গতি দুর্বল হয়ে ধীরে ধীরে সম্পূর্ণরূপে বাংলাদেশে প্রবেশ করছে।

তিনি আরও বলেন, ঝড়ের কেন্দ্র এখনো সাতক্ষীরা উপকূলে রয়েছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকট সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

তিনি আরও বলেন, আগামীকাল দুপুর নাগাদ বাংলাদেশ অতিক্রম করবে বুলবুল । বিকালে আবহাওয়ার উন্নতি হতে পারে।

এ সম্পর্কিত আরও খবর