ঘূর্ণিঝড় দুর্বল হলেও, আছে জলোচ্ছ্বাসের সম্ভাবনা

বিবিধ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-10 23:48:05

অতি প্রবল ঘূর্ণিঝড়, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হলেও জলোচ্ছ্বাসের সম্ভাবনা এখনও রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রোববার (১০ নভেম্বর) সকালে ঘূর্ণিঝড় বুলবুল সম্পর্কে সর্বশেষ তথ্য দিতে গিয়ে আবহাওয়াবিদ আব্দুল মান্নান এ তথ্য জানান।

আব্দুল মান্নান বলেন, যেহেতু ঘূর্ণিঝড়টা বড় একটা বডি, এটার পেরিফেরিয়া ক্লাউড অনেক বেশি। ঘূর্ণিঝড়টির প্রেসার ফিল্ড এখনো বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যদি সকালেও ভরা জোয়ার থাকে, তাহলে জলোচ্ছ্বাস হবার সম্ভাবনা এখনও আছে।

তবে সময়ের সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গেলে এটা নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ অতিক্রম করবে। তখন দেশের আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় ও মুন ফেজের প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরের নিম্নাঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এ সম্পর্কিত আরও খবর