খুলনায় কর আদায়ের লক্ষ্যমাত্রা ২ হাজার ৮৪০ কোটি টাকা

খুলনা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা | 2023-08-19 18:26:01

খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায় বলেছেন, ‘কর বিভাগ করদাতাদের প্রতিদ্বন্দ্বী নয় বরং বন্ধু। খুলনা কর বিভাগও করদাতাদের বন্ধু হতে চায়। কর প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি অর্জিত সম্পদের বৈধতা নিশ্চিত হয়।’

সোমবার (১১ নভেম্বর) দুপুরে আয়কর মেলা ও সেরা করদাতা সম্মাননা প্রদান উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

কর কমিশনার আরও বলেন, ‘জনসাধারণের মাঝে কর প্রদানের ইতিবাচক মানসিকতা সৃষ্টি ও উৎসবমুখর পরিবেশে কর আদায়ের লক্ষ্যে আগামী ১৪ থেকে ২০ নভেম্বর খুলনা বিভাগীয় নারী ক্রীড়া কমপ্লেক্সে সাত দিনব্যাপী আয়কর মেলা ও সেরা করদাতা সম্মাননা প্রদান করা হবে। আয়কর মেলায় সহজ, ভোগান্তিমুক্ত ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ৪২টি স্টল থাকবে। রিটার্ন জমা, নতুন টিআইএন গ্রহণ, ব্যাংকের বুথসহ সংশ্লিষ্ট সকল সেবা মেলার স্টলেই মিলবে।’

মতবিনিময় সভায় জানানো হয়, ২০১৮-১৯ বর্ষে খুলনা কর অঞ্চলে দুই হাজার ৪০০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। যা পূর্ববর্তী বছরের চেয়ে ৩২ শতাংশ বেশি। ২০১৯-২০ অর্থবছরে কর আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা ২ হাজার ৮৪০ কোটি টাকার বিপরীতে প্রথম প্রান্তিকেই ৬২৯ কোটি টাকা আদায় করা হয়েছে। যা প্রথম চার মাসের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৫ শতাংশ বেশি। ২৪ হাজার নতুন করদাতা শনাক্তকরণ লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৩৪ হাজারের বেশি নতুন করদাতা টিআইএন নিবন্ধন গ্রহণ করেছেন। এ নিয়ে খুলনা কর অঞ্চলের মোট টিআইএন ধারীর সংখ্যা দাঁড়ালো প্রায় তিন লাখ ৬৫ হাজার।

অনুষ্ঠানে আরও জানানো হয়, আগামী ১৩ নভেম্বর খুলনা সিটি ইন হোটেলে ২০১৮-১৯ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী, সর্বোচ্চ কর প্রদানকারী তরুণ করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী নারী করদাতা এবং দীর্ঘ সময় কর প্রদানকারীসহ খুলনা কর অঞ্চলের ৭৭ জনকে সম্মাননা জানানো হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের খুলনা কর অঞ্চলের আয়কর মেলায় ৪২ কোটি আট লাখ ১৪ হাজার ২৪৬ কোটি টাকা রাজস্ব আদায়ের পাশাপাশি এক হাজার ৪৫৩ জন নতুন করদাতা রিটার্ন দাখিল করেন। বিভাগীয় শহর খুলনার মতো সেখানের নয়টি জেলা ও ছয়টি উপজেলায়ও মেলা অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর