৯৯৯-এ কল দিয়ে বুলবুল থেকে রক্ষা পেলেন ৩০ শ্রমিক

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল | 2023-08-30 14:17:02

বরিশালে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ঝড়ো হাওয়া থেকে জীবনে রক্ষা পেলেন ৩০ জন শ্রমিক। রোববার (১০ নভেম্বর) বেলা ৩টার দিকে হিজলা উপজলার মিয়ারচরের কাছে মেঘনার শাখা নদীতে খননকাজে ব্যবহৃত ড্রেজারের পল্টুন ছিঁড়ে যাওয়ার পর তারা সেখানে ভেসেছিলেন। পরে তাদেরকে উদ্ধার করে পুলিশ ও কোস্টগার্ডের একটি দল।

সোমবার ( ১১ নভেম্বর) বিকেলে পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার বেলা ৩টার দিকে ৯৯৯ নম্বরে কল করে রমজান নামে এক ব্যক্তি কান্না জড়িত কণ্ঠে জানান, ঘূর্ণিঝড়ে কারণে প্রবল বাতাসে সৃষ্ট ঢেউয়ের তোড়ে একটি পল্টুন নোঙর থেকে ছিঁড়ে ২৫- ৩০ জন শ্রমিকসহ নদীতে ভেসে গেছে। রমজান তাদের উদ্ধারের অনুরোধ জানান। একই সঙ্গে ৯৯৯ এর পক্ষ থেকে বিষয়টি বরিশাল পুলিশ কন্ট্রোল রুম, নৌ পুলিশ ও কোস্ট গার্ডকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উত্তাল নদীর বুকে প্রায় পৌনে দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে পুলিশের উদ্ধারকারী যৌথ দলটি দুর্ঘটনাস্থলে পৌঁছে নদীতে ভাসমান পল্টুন থেকে ১৮ জন শ্রমিককে উদ্ধার করে। পাশাপাশি কোস্ট গার্ড সেখানে পৌঁছে ১২ জন শ্রমিককে উদ্ধার করে। ফলে ৩০ জন শ্রমিকের জীবন রক্ষা পায়।

এ সম্পর্কিত আরও খবর