পয়েন্ট ম্যানের ভুলে ট্রেনে দুর্ঘটনা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 06:34:36

রংপুর এক্সপ্রেস উল্লাপাড়া রেলস্টেশনে দুই নম্বর লাইন দিয়ে স্টেশনে ঢোকার কথা ছিল। কিন্তু দায়িত্বরত স্টেশন পয়েন্ট ম্যান এক নম্বর লাইনে সিগন্যাল দিয়ে দেন। এতে ট্রেনের বগি লাইনচ্যুত হয় এবং তে‌লের ট্যাংকি ফে‌টে বগিতে আগুন লেগে যায় বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বার্তাটোয়েন্টিফোর.কম-কে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, 'ট্রেনকে এক লাইন থেকে অন্য লাইনে নেওয়ার জন্য যিনি দায়িত্বে থাকেন তাকে পয়েন্ট ম্যান বলে। তিনি হয়তো ঠিকমতো তার দায়িত্ব পালন করেননি। ফলে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। তবে এটা প্রাথমিকভাবে জানা গেছে। আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন, তারা রিপোর্ট দিলে বিস্তারিত জানা যাবে।'

এদিকে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে ঈশ্বরদী থেকে ঘটনাস্থলে রিলিজ ক্রেন যায়। এর আগে দুপুর ২টা ১০ মিনিটে রংপুর এক্স‌প্রেসে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর