রিমান্ড শেষ, দুদক থেকে নিম্ন আদালতে লোকমান

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 14:52:21

দুর্নীতির মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ ও বিসিবির পরিচালক লোকমান ভূঁইয়ার সাত দিনের রিমান্ড চার দিনে শেষ করে তাকে নিম্ন আদালতে হস্তান্তর করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় তাকে ঢাকা নিম্ন আদালতে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

এর আগে, জ্ঞাত আয় বহির্ভূত বিপুল অর্থ সম্পদের মালিকানা অর্জন করার অভিযোগে গত ১১ নভেম্বর বিকেলে লোকমান ভূঁইয়াকে দুদকে নেওয়া হয়। দুদকের সহকারী পরিচালক সাইফুল ইসলামের নেতৃত্বে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে লোকমান ভূঁইয়া তদন্ত কর্মকর্তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা গেছে। যা অনুসন্ধানের ক্ষেত্রকে সহজ করবে।

প্রণব কুমার ভট্টাচার্য জানান, ক্যাসিনো কাণ্ডে জড়িত সেলিম প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী রোববার (১৭ নভেম্বর) দুদকে আনা হবে। যদিও লোকমান ও সেলিম প্রধানের একই সময় দুদকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল। কিন্তু সেলিম প্রধানের অসুস্থতার জন্য সেটা সম্ভব হয়নি।

এ সম্পর্কিত আরও খবর