রংপুর এক্সপ্রেসে আগুন, তদন্ত কমিটি গঠন

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 00:50:27

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনার কারণ উদঘাটনে এর মধ্যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) তদন্ত কমিটি গঠনের বিষয়ে জানিয়েছেন রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান।

ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত তিনটি তদন্ত কমিটি গঠনের খবর পাওয়া গেছে।

পশ্চিমাঞ্চল রেলের অপারেটিং সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলামকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ক‌মি‌টির অন্য সদস্যরা হ‌লেন, সিএমই  (প‌শ্চিম), চিফ ই‌ঞ্জি‌নিয়ার (প‌শ্চিম) ও চিফ সিগনাল ও টে‌লিকম ই‌ঞ্জি‌নিয়ার (প‌শ্চিম)।

বিভাগীয় পর্যায়ে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাকশী রেলের বিভাগীয় ট্রাফিক অফিসার আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে পাঁচ সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ক‌মি‌টি‌র অন্য সদস্যরা হ‌লেন- ডিমই (লো‌কো), পাক‌শি, ডিএস‌টি, পাকশি, ‌ডিইএন২ (পাক‌শি) এবং ডিইই  (পাক‌শি)। কমিটির মেয়াদ মেয়াদ তিনদিন।

তাছাড়া জেলা পর্যায়েও আরেকটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। সে কমিটিতে পাঁচজন সদস্য রয়েছেন।

এদিকে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টা ১০ মিনিটে রংপুর এক্স‌প্রেসে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর