ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-21 10:28:50

সিরাজগঞ্জের উল্লাপাড়া রেল স্টেশন এলাকায় রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’র বগি লাইনচ্যুত হয়ে আগুনের ঘটনার ৬ ঘণ্টার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৮টার দিকে এই রুটে ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম।

তিনি বলেন, ‘ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন আসার পরে রেললাইন থেকে ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে নেওয়া হয়। এরপর ট্রেন চলাচলের নির্দেশ দেওয়া হয়। বর্তমানে ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচলের জন্য ৩নং লাইন ক্লিয়ার করা হয়েছে। এই লাইন দ্বারা ব্রড‌গেজ ট্রেন চল‌বে। মিটার‌গেজ লাইন পুরোপুরি ঠিক হতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে।’

আরও পড়ুন: ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হয়ে রংপুর এক্সপ্রেসে আগুন

এদিকে, ট্রেন লাইনচ্যুত হওয়ায় কমলাপুর স্টেশন থেকে পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি ট্রেন যথাসময়ে ছেড়ে যেতে না পারায় কিছুটা শিডিউল বিপর্যয়ের আওতায় পড়েছে।

এর আগে দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ট্রেনের চালক, লোকো মাস্টার এবং সহকারী লোকো মাস্টারসহ ১০জন আহত হয়েছেন।

আরও পড়ুন: পয়েন্ট ম্যানের ভুলে ট্রেনে দুর্ঘটনা

এ সম্পর্কিত আরও খবর