‘গাছের মতো মানুষের বন্ধু হতে হবে’

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-24 22:39:46

গাছের মতো মানুষের বন্ধু হয়ে অন্যের উপকারে পাশে থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, গাছ আমাদের পরমবন্ধু। গাছের কারণে সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ বুলবুলের ভয়াবহ ক্ষয়ক্ষতি থেকে বাংলাদেশ রক্ষা পেয়েছে। সুন্দরবনের গাছগাছালি আমাদেরকে রক্ষা করেছে। গাছ আমাদের শত্রু নয়, বরং আমরাই গাছের শত্রু। গাছের চারা রোপণের চেয়ে এখন আমরা গাছ কেটে ফেলি বেশি।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এসপি বিপ্লব কুমার সরকার বলেন, রংপুরকে সবুজায়নের শহর হিসেবে গড়ে তুলতে হবে। এর জন্য শিক্ষার্থীদেরকে বেশি বেশি করে গাছের চারা রোপণ করতে হবে। যত বেশি চারা রোপণ হবে। আমাদের আগামী দিনগুলোতে ততই সবুজময় হবে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) ফজলে এলাহী, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কে এম জালাল উদ্দীন আকবর, মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর হাতে মৌসুমী ফল আম, জাম, জামরুল, কদবেল, আঁতা, কাঁঠাল, নারকেল, তাল, তরমুজ, আমড়া, কামরাঙ্গা, বেল, পেঁয়ারাসহ হরেক রকম ফলজ ও ওষুধি গাছের চারা তুলে দেন অতিথিরা।

এ সম্পর্কিত আরও খবর