সিলেটে বিআরটিসি বাস বন্ধের দাবিতে ধর্মঘট

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-20 22:56:51

সিলেটে বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে সিলেট-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ সড়কে বাস ধর্মঘট চলছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৬টা থেকে সিলেট-কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-হাদারপাড় বাস মিনিবাস সমিতির ডাকে এ ধর্মঘট পালিত হচ্ছে। এতে বিপাকে পড়েছেন কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার যাত্রীরা।

বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে অনেক যাত্রী ফিরে যাচ্ছেন। অনেকেই আবার দ্বিগুণ ভাড়া দিয়ে সিএনজি অটোরিকশায় গন্তব্যে যাচ্ছেন।

সিলেট-কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-হাদারপাড় বাস মিনিবাস সমিতির সভাপতি রিমাদ আহমদ রুবেল জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলবে।

উল্লেখ্য গত শনিবার সিলেট- কোম্পানীগঞ্জ- ভোলাগঞ্জ সড়কে নতুন বাস সেবা চালু করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ভোলাগঞ্জ জিরো পয়েন্ট এবং নির্মাণাধীন বঙ্গবন্ধু হাইটেক পার্কে পর্যটকদের যাতায়াত সহজতর করতে এ বাস সার্ভিস চালু করা হয়। বিআরটিসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে কোম্পানীগঞ্জে ৫০ টাকা এবং ভোলাগঞ্জে ৬০ টাকা।

এ সম্পর্কিত আরও খবর