ময়মনসিংহে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহ, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ময়মনসিংহ | 2023-08-15 17:24:23

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালিয়েছে রাষ্ট্রীয় ভূ-সম্পদ বিভাগ। অভিযান চলাকালে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দ্বিতীয় দিনের অভিযান শুরু হয়। এর আগে প্রথমদিন সোমবার (১৮ নভেম্বর) দিনব্যাপী অভিযানে শতাধিক আধা পাকা ও পাকা দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ের ভূ-সম্পদ বিভাগ।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ঢাকা বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম ও রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা এ এম সালাউদ্দিন।

উচ্ছেদ অভিযান দেখতে উৎসুক জনতা ভিড় করেন

এদিকে উচ্ছেদ অভিযান দেখতে শতশত উৎসুক জনতা ভিড় করেন। এ সময় স্টেশন রোড এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

ওই এলাকায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ ও ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।

বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা নজরুল ইসলাম জানান, ময়মনসিংহের সুতিয়াখালি থেকে খাগডহর এলাকা পর্যন্ত ২০ একর জায়গায় প্রায় দেড় হাজার অবৈধ স্থাপনা রয়েছে। অবৈধ স্থাপনা যারই হোক তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে সকল স্থাপনা উচ্ছেদ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর