সিলেটে অতিরিক্ত দামে লবণ বিক্রি, ৫ ব্যবসায়ীকে জরিমানা

সিলেট, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিলেট | 2023-08-28 08:51:59

অতিরিক্ত দামে লবণ বিক্রির অভিযোগে সিলেটের ৫টি দোকানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত সিলেট নগরের কাজিটুলা, আম্বরখানা ও শাহী ঈদগাহ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫টি দোকানকে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।

কাজীটুলা জনতা স্টোরকে ৩ হাজার, শাহী ঈদগাহ বেগম স্টোরকে ৩ হাজার, ধানসিড়ি রুবেল স্টোরকে ২০ হাজার, আব্দুল্লাহ স্টোরকে ৭ হাজার ও আম্বরখানা ফরিদ স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফয়জুল্লাহ বলেন, ‘সিলেটে লবণের দাম বৃদ্ধির গুজব ছড়ানো হচ্ছে। তাই কেউ যাতে অতিরিক্ত দামে লবণ বিক্রি করতে না পারে সেজন্য আমরা সিলেট নগরজুড়ে অভিযান করছি। এই অভিযান অব্যাহত থাকবে।’

এ সম্পর্কিত আরও খবর