‘এক কেজির বেশি লবণ বিক্রি নয়’

রংপুর, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর | 2023-08-25 23:55:57

লবণের মূল্যবৃদ্ধির বাণিজ্য বন্ধসহ গুজব ঠেকাতে ক্রেতাদের কাছে এক কেজির বেশি লবণ বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর সিটি বাজারের ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় জরুরি বৈঠক করে এ সিদ্ধান্ত নেন সমিতির নেতৃবৃন্দ।

এদিকে এক কেজির বেশি লবণ বিক্রি না করার বিষয়টি নিশ্চিত করেছেন সিটি বাজার ব্যবসায়ী সমিতির বর্তমান কমিটির আহ্বায়ক আকবর হোসেন।

বার্তাটোয়েন্টিফোর.কমকে এই ব্যবসায়ী নেতা বলেন, ‘লবণের দাম বাড়েনি। অনেকেই বেশি করে লবণ কিনে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। এজন্য আমরা ব্যবসায়ীরা সিদ্ধান্ত নিয়েছি, গুজব ঠেকাতে আপাতত এক কেজির বেশি লবণ বিক্রি করা হবে না। শুধু তাই নয়, অন্য সামগ্রী ক্রয় ছাড়া লবণ বিক্রি করা হবে না।’

সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল বলেন, ‘বিকেলের পর থেকে লবণ উৎপাদন ও সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানে যোগাযোগ করেছি। কোথাও দাম বাড়ানোর বিষয়ে বলা হয়নি। বরং গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন।’

বাজারের খুচরা বিক্রেতা দেলোয়ার হোসেন রাজু বলেন, ‘সমিতির নেতৃবৃন্দের নির্দেশে এখন এক কেজির বেশি লবণ বিক্রি হচ্ছে না। আমাদের বাজারে লবণ সংকট নেই। বরং ক্রেতারাই গুজবে কান দিয়ে দাম বাড়ানোর বিষয়টি ছড়াচ্ছে।’

এদিকে সন্ধ্যার পর থেকে রংপুর সিটি বাজার, নবাবগঞ্জ সিটি বাজার, জেলা পরিষদ মিনি সুপার মার্কেটসহ মহানগরীর বিভিন্ন স্থানে মেট্রোপলিটন পুলিশ, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বাজার মনিটরিংয়ে মাঠে নামেন। কিছু এলাকা থেকে গুজব ছড়ানোর অভিযোগে কয়েকজনকে আটক করে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়ার খবর পাওয়া গেছে।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ জানান, গুজব রুখতে মাইকিং সহ প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি বাজার মনিটরিং করতে কর্মকর্তাদের নিদের্শনা দেওয়া হয়েছে। কেউ যাতে গুজবকে কাজে লাগিয়ে বেশি দামে লবণ বিক্রি করতে বা মজুদে রাখতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর