দেশ টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-09-01 19:23:17

সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ টাকা আদায় করে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দেশ টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের সম্পদের উৎস ও অবৈধ সম্পদের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান শেষ হওয়ার আগে তিনি যেন দেশের বাহিরে যেতে না পারেন সেজন্য তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুদক।

সোমবার (১৮ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানী কর্মকর্তা মো. শফি উল্লাহ স্বাক্ষরিত এক আদেশে এমন নিষেধাজ্ঞা জারি করেছে দুদক।

দুদকের জারি করা আদেশে বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে তিনি দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা চালাচ্ছিলেন। আরিফ হাসানের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুদক অনুসন্ধান চালাচ্ছে। সুষ্ঠু অনুসন্ধান পরিচালনার জন্য তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ বিষয়ক একটি চিঠি পুলিশের বিশেষ শাখা (এসবি) বিশেষ পুলিশ সুপার (বহির্গমন) এর কাছে পাঠিয়েছে দুদক।

জানা গেছে, দুদক এরই মধ্যে জনাব আরিফ হাসানের দেড়শো কোটি সম্পদের হিসাব আয়কর নথিতে পেয়েছে। আর সাউথ ইস্ট ব্যাংকের মৌচাক শাখায় ১ কোটি ৩৩ লাখ টাকার তথ্য প্রাথমিকভাবে পেয়েছে দুর্নীতি দমন কমিশন।

এ সম্পর্কিত আরও খবর