স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিবহন শ্রমিকদের মতবিনিময়

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 23:22:02

বাংলা‌দেশ ট্রাক-কাভার্ড ভ্যান মা‌লিক শ্র‌মিক ঐক্য প‌রিষদের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ১০টায় তারা মতবিনিময় করেন। ট্রাক-কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মকবুল হোসেন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা অপু বলেন, ‘রাতে ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির কিছু নেতার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী তার মনিপুরী পাড়ার বাসায় মতবিনিময় করেন। মতবিনিময়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বুধবার সারাদেশ থেকে সংগঠনের নেতারা ঢাকায় আসবেন এবং মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকের সময় নির্ধারণ হলে তা পরবর্তীতে সাংবাদিকদের জানিয়ে দেওয়া হবে।’

এর আগে সকালে তেজগাঁওয়ে বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বুধবার (২০ নভেম্বর) সকাল ৬টা থে‌কে অ‌নি‌র্দিষ্টকা‌লের জন্য পণ্য প‌রিবহন বন্ধের ঘোষণা করে সংগঠনটি।

নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ স্থগিত করে সংশোধনের দাবিতে এ কর্মসূচি ঘোষণা দেন কাভার্ড ভ্যান ও ট্রাকের মালিক-শ্রমিকরা।

এ সম্পর্কিত আরও খবর