বরিশালে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু

বরিশাল, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরিশাল | 2023-08-24 03:26:20

পেঁয়াজের লাগামহীন মূল্য বাড়ার পর বরিশালে শুরু হয়েছে ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রির কার্যক্রম। বুধবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে টিসিবি'র পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। উদ্বোধন শেষে বিক্রি শুরুর পর থেকেই ট্রাক সেলে নিম্ন ও মধ্য আ‌য়ের মানুষ‌দের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

জানা গেছে, সিটি করপোরেশনের নগর ভবনের সামনে, বরিশাল জজকোর্টের সামনে, আমতলা মোড় ও চৌমাথা বাজার এলাকায় পেঁয়াজ বিক্রি করছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

টি‌সি‌বি'র বরিশাল কার্যালয়ের প্রধান আনিছুর রহমান বার্তা টোয়েন্টিফোর.কমকে বলেন, মিয়ানমার থেকে আমদানি করা চালান থেকে বুধবার ১০ টন পেঁয়াজ বরিশাল টিসিবিতে এসেছে। সেখান থেকে বিক্রির জন্য ৫ ডিলারদের ১ হাজার করে ৫ হাজার কেজি পেঁয়াজ দেওয়া হয়েছে। যা ৪৫ টাকা দরে প্রতিকেজি পেঁয়াজ কিনতে পারছেন ক্রেতারা।

এ সম্পর্কিত আরও খবর