সারাদেশে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-31 17:15:14

সারাদেশে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ও আন্তজেলা বাস শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১টায় ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আন্দোলনকারীরা যে ৯ দফা দাবি আদায়ে কর্মবিরতি ঘোষণা করেছিলেন  আমরা সে বিষয়গুলো বিবেচনায় রেখেছি।’

তিনি বলেন, ‘৯ দফা দাবির মধ্যে আন্দোলনকারীদের এক নাম্বার দাবি ছিল চালকদের লাইসেন্স সংক্রান্ত। মূলত চালকদের কাছে যে লাইসেন্স রয়েছে তা দিয়ে আগামী ৩০ জুন পর্যন্ত চলাফেরা করতে পারবেন তারা। তবে আগামী ৩০ জুনের পর থেকে সঠিক লাইসেন্স ব্যবহার করতে হবে। যেমন লাইট লাইসেন্স দিয়ে তখন আর ভারি গাড়ি চালাতে পারবেন না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আন্দোলনকারীদের আরেকটা দাবি হচ্ছে- ইতোমধ্যে চালকরা যেসব মামলা টানছেন সেসব মামলার টাকা পরিশোধ না করায় ৪ গুণ হয়ে গেছে। তাই সেগুলো যেন মওকুফ করা হয়। আমরা তাদের সে দাবিও পুনর্বিবেচনা করব। এ জন্য যোগাযোগ মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করা হবে।’

এর আগে বুধবার (২০ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে ধানমন্ডির নিজ বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য প‌রিষদের বৈঠক হয়। বৈঠকে সংগঠনটির আহ্বায়ক রুস্তম আলীর নেতৃত্বে ২০ সদস্যের একটি দল অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর